নিজস্ব সংবাদদাতাঃ আজ কাতারের লুসাইল স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা আর ফ্রান্স। গত দেড় বছরে কোপা আমেরিকা ও ফাইনালিসিমা ট্রফি দুটিই জিতেছেন মেসি। প্রসঙ্গত উল্লেখ্য, লিওনেল মেসি আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে এটিই তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে। তবে আজ কি বিশ্বকাপের ট্রফি নিজের হাতে তুলতে পারবেন আর্জেন্টিনা অধিনায়ক?