নিজস্ব সংবাদদাতা: ভিন জাতে বিয়েতে পরিবারের সম্মান রক্ষার নামে খুন! একাধিক অভিযোগ উঠেছে বারবার। এবার দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বক্তৃতাতেও উঠল সেই প্রসঙ্গ।
তিনি বলেন, 'পরিবারের ইচ্ছার বিরুদ্ধে অন্য জাতে প্রেম-বিয়ে করার জন্য প্রতিবছর শতশত মানুষ খুন হয়ে যান'।