যোগ্য-অযোগ্যদের আবাস তালিকা প্রকাশের পর হুমকির মুখে সার্ভে কর্মীরা

author-image
Harmeet
New Update
যোগ্য-অযোগ্যদের আবাস তালিকা প্রকাশের পর হুমকির মুখে সার্ভে কর্মীরা

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : আবাস যোজনার তালিকা সার্ভের পর, পঞ্চায়েত কার্য্যালয়ে যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের পর হুমকির মুখে সার্ভের কাজে যুক্ত কর্মীরা। খবর পেয়ে এলাকায় জেলা প্রশাসনের আধিকারিকরা। আবাস যোজনার তালিকা সার্ভের পর পঞ্চায়েত কার্য্যালয়ে টাঙানো হয়েছে বাড়ি পাওয়ার যোগ্য-অযোগ্যদের তালিকা। সেই তালিকা প্রকাশের পরই পঞ্চায়েত কার্য্যালয় ও সার্ভের সাথে যুক্ত কর্মীদের ক্ষোভ ও হুমকির মুখে পড়তে হচ্ছে, তালিকা থেকে নাম বাদ যাওয়া বাড়ি পাওয়ার অযোগ্য ব্যক্তিদের কাছে। কেন তালিকা থেকে নাম বাদ গেলো, তার ক্ষোভ গিয়ে পড়ছে আশা-অঙ্গনওয়াড়ি কর্মীদের উপর। সেই খবর পেয়েই একজোট হয়ে আসরে নামলো জেলা, মহকুমা ও ব্লক প্রশাসনের আধিকারিক ও পুলিশ। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নং ব্লকের ভগবন্তপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের দেউলবেড়িয়া,গড়গড়িঘাটি,খানডাঙ্গা সহ একাধিক গ্রামে গিয়ে তালিকা থেকে নাম বাদ যাওয়া পরিবারের সদস্যদের সাথে কথা বলেন জেলা ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা।উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক কেম্পা হোনাইয়া,ঘাটাল মহকুমাশাসক সুমন বিশ্বাস,চন্দ্রকোনা ২ নং ব্লকের বিডিও অমিত ঘোষ সহ চন্দ্রকোনা থানার পুলিশ আধিকারিকরা।



জানা যায়, ভগবন্তপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের দেউলবেড়িয়া গ্রামের VRP কর্মী বিষ্ণুপ্রিয়া কাঁড়ি,আবাস যোজনার তথ্য যাচাইয়ের আগে বাড়ি চিহ্নিতকরণের কাজ করেছিলেন তিনি। তালিকা থেকে নাম বাদ যাওয়া এমন বেশকিছু বাড়ি পাওয়ার অযোগ্য ব্যক্তি একত্রিত হয়ে ওই VRP কর্মীর বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখায় এবং হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে। একই হুমকির শিকার ওই এলাকার অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা। খবর পেয়ে রবিবার এইসমস্ত এলাকায় গিয়ে তালিকা থেকে নাম বাদ যাওয়া অযোগ্য ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে কেনো তাদের তালিকা থেকে নাম বাদ গেছে তা বোঝানোর পাশাপাশি সার্ভের কাজ করা আশা-অঙ্গনওয়াড়ি কর্মীদের কোনওরকমে হেনস্থা বা হুমকি দেওয়া চলবে না, এমনটা হলে কড়া পদক্ষেপের স্পষ্ট বার্তা দিয়ে যান অতিরিক্ত জেলাশাসক কেম্পা হোনাইয়া। জানা যায়, সার্ভের তালিকা থেকে নাম বাদ গিয়েছে কিছু বাড়ি পাওয়ার যোগ্য ব্যক্তির, তেমনই তালিকা থেকে নাম বাদ গিয়েছে বাড়ি পাওয়ার অযোগ্য ব্যক্তির। তালিকা প্রকাশের পর এই বাড়ি পাওয়ার অযোগ্যরাই নাকি সার্ভের কাজে যুক্ত কর্মীদের বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে বলে অভিযোগ। সার্ভের কাজে যুক্ত ছিলেন এমন বেশকিছু আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের ভয়ের কথা জানিয়ে বলেন, তাদের যেমনটা নির্দেশ দেওয়া হয়েছিল সার্ভে তেমনই হয়েছে কিন্তু এখন তাদের হুমকির মুখে পড়তে হচ্ছে। এনিয়ে তারা রীতিমতো ভয়ে রয়েছেন, তাদের বক্তব্যেই তা স্পষ্ট। এখন দেখার সার্ভের কাজে যুক্ত থাকা কর্মীদের হুমকির পর এলাকায় গিয়ে প্রশাসনের আধিকারিকদের পরিদর্শনের পর পরিস্থিতি কতটা বদলায়।