New Update
/anm-bengali/media/post_banners/R7mbOoDSUK48Z5rWfSaY.jpg)
নিজস্ব সংবাদদাতা: আজ সকালে রাজস্থানের দৌসার কালাখো থেকে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছে। রাহুল গান্ধীর নেতৃত্বে চলছে যাত্রা।
যাত্রায় অংশ নেওয়া কয়েকজন যুবককে 'শচীন পাইলট জিন্দাবাদ' এবং 'হামারা সিএম ক্যাসা হো? শচীন পাইলট জাইসা হো' স্লোগান দিতে দেখা গিয়েছে।
উল্লেখ্য, ইতিমধ্যেই ভারত জোড়ো যাত্রা ১০০ তম দিন অতিক্রম করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us