আজও মাঠে গিয়ে খেলা দেখবেন ম্যাক্রোন

author-image
Harmeet
New Update
আজও মাঠে গিয়ে খেলা দেখবেন ম্যাক্রোন


নিজস্ব সংবাদদাতা: আজ বিশ্বকাপে অনুষ্ঠিত হতে চলেছে ফ্রান্স বনাম আর্জেন্টিনা ম্যাচ। এই ম্যাচই ঠিক করে দেবে চলতি বছর কোন দল পাচ্ছে বিশ্বকাপে সেরার খেতাব। 

FIFA World Cup 2022: France President Emmanuel Macron Returns for Final in  Qatar for Love of Sport Despite Criticism

এই ম্যাচ ম্যাচ মাঠে গিয়ে দেখবেন বলে জানিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোন। 

This photo of a celebrating Macron captures the excitement of France's  World Cup win.

ইতিপূর্বে তিনি সেমিফাইনাল ম্যাচেও মাঠে গিয়ে খেলা দেখেছিলেন। সেই ম্যাচে ফ্রান্স ২-০ গোলে মরক্কোকে পরাজিত করে।