আর্জেন্টিনা: ফাইনালে দেশ, কি বার্তা দিলেন রাষ্ট্রপতি?

author-image
Harmeet
New Update
আর্জেন্টিনা: ফাইনালে দেশ, কি বার্তা দিলেন রাষ্ট্রপতি?


নিজস্ব সংবাদদাতা: রবিবার ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। 


ফাইনালে ফ্রান্সের মুখোমুখি লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা।

A Two-Goal Lead Disappears, So Argentina Has to Do It the Hard Way - The  New York Times

 তার আগে এবার ট্যুইটারে বিশেষ বার্তা দিলেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজ।


 তিনি নিজেকে আর্জেন্টিনা দলের গৌরবময় ভক্ত বলে দাবি করেছেন। 


তিনি বলেন, "লাখো দেশবাসীর মতো আমিও ঘরে বসে বিশ্বকাপ ফাইনাল উপভোগ করব। আমি আমার জনগণের সঙ্গে একসাথে আগের মতোই এই দুর্দান্ত মুহূর্তটি কাটাব। আমাদের সেরারা মাঠে থাকবে এবং একজন গৌরবময় ভক্ত থাকবে স্ট্যান্ডে"।