সৌরমণ্ডলের বাইরে মিলল জলের সন্ধান

author-image
Harmeet
New Update
সৌরমণ্ডলের বাইরে মিলল  জলের সন্ধান

নিজস্ব  সংবাদদাতাঃ   পৃথিবী থেকে ২১৮ আলোকবর্ষ দূরে রয়েছে ‘লিরা’ তারামণ্ডল। গ্রীক ভাষায় লিরার অর্থ বীণা। ওই তারামণ্ডলটির আকার বীণার মতো। সেই তারামণ্ডলে রয়েছে একটি বামনাকার লাল তারা। তাকে কেন্দ্র করে ঘুরছে কেপলার-১৩৮সি এবং কেপলার-১৩৮ডি নামে দু’টি গ্রহ। ওই দুই গ্রহের গতিপ্রকৃতি দেখে মহাকাশ বিজ্ঞানীদের ধারণা, তাতে জলের বিপুল ভান্ডার রয়েছে।