New Update
/anm-bengali/media/post_banners/wiMzVl1DgEzQuOWOYRbR.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কাতার বিশ্বকাপে সাপ্রাইজ প্যাকেজ হিসেবে পাওয়া গিয়েছিল মরক্কোর দলকে। স্কোয়াডের অন্যতম তরুণ ফুটবলার আজেদিন ওউনাহি বিশ্ব ফুটবলের বহু তারকাকে পারফরম্যান্সের মাধ্যমে পিছনে ফেলে দিয়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী, বল দখলের লড়াইয়ে ৭৭ শতাংশ ক্ষেত্রে সফল হয়েছেন তিনি। কোনও একটি ম্যাচে অন্যান্য ফুটবলাররা যেখানে সর্বোচ্চ দশবার বল দখলের জন্য ঝাঁপিয়েছেন, সেখানে আজেদিন ১৩ বার প্রতিপক্ষের ফুটবলারকে টক্কর দিয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us