বিশ্বকাপে দারুণ খেলার পর WANTED মরক্কোর এই ফুটবলার!

author-image
Harmeet
New Update
বিশ্বকাপে দারুণ খেলার পর WANTED মরক্কোর এই ফুটবলার!

নিজস্ব সংবাদদাতাঃ কাতার বিশ্বকাপে আপামর ফুটবল অনুরাগীদের তাক লাগিয়ে দিয়েছে মরক্কো। আগামী ট্রান্সফার উইন্ডোতে দলবদলের বাজার গরম করতে পারেন মরক্কোর ২২ বছর বয়সী মিডফিল্ডার আজ্জেদিন অউনাহি। তার বর্তমান ক্লাবের সভাপতি আজ্জেদিন সম্পর্কে বলেছেন, "ওকে দলে নেওয়ার জন্য আমাদের কাছে প্রচুর প্রস্তাব এসেছে। তথাকথিত বড়-মাঝারি মানের ক্লাব থেকে প্রস্তাব এসেছে। ইতালি, স্পেন, ইংল্যান্ড ও ফ্রান্স.. সব থেকেই আমাদের কাছে অফার এসেছে।"