অভিষেকের নির্দেশে সোমবারই ইস্তফা দেবেন পঞ্চায়েত প্রধান

author-image
Harmeet
New Update
অভিষেকের নির্দেশে সোমবারই ইস্তফা দেবেন পঞ্চায়েত প্রধান

নিজস্ব সংবাদদাতা : রানাঘাটের জনসভা থেকে দলের কর্মীদের কড়া বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাঁথির পর চাকদার প্রধানকে ইস্তফার নির্দেশ দেন তিনি। মানুষের জন্য কাজ করতে না পারলে দল ছাড়ার নিদান। সেই মতোই সোমবার ইস্তফা দেবেন বলে জানান চাকদার তাতলা ১ নং পঞ্চায়েতের প্রধান পার্থ প্রতীম দে। তার উদ্দেশ্যে এদিন অভিষেক বলেন, 'প্রধানকে জিজ্ঞাসা করব, শেষ কবে পঞ্চায়েতে গেছেন?৪ বছর হয়ে গেল দেখা নেই, প্রধান থাকবেন কেন?' 





এর পালটা প্রধান বলেছেন, 'মানুষের কাছে যাইনি, সেই তথ্য সঠিক নয়।অভিষেকের কাছে ভুল তথ্য পাঠানো হয়েছে।আমি অনুগত সৈনিক।সাড়ে ৪ বছরে কংপক্ষে ২০০ বার পঞ্চায়েতে গেছি। সোমার ইস্তফা দেব। দলের সঙ্গে থাকবো।' এদিকে, নির্বাচিত প্রতিনিধিদের এভাবে সরানো যায় না বলে কটাক্ষ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের।