New Update
/anm-bengali/media/post_banners/5JF2oqpE6AFJ0I6y3oO7.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশের ফুটবল প্রেম নিয়ে আলাদা করে ভিডিও প্রকাশ করেছিল ফিফা। পদ্মা পারে রয়েছেন অগুনতি আর্জেন্টিনা এবং লিওনেল ভক্ত। তারা চাইছেন কাতার বিশ্বকাপ মেসির হাতেই শোভা পাক। ফাইনালের আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার নিকোলাস ওতমেন্দি। তাঁর পোস্টে বাংলাদেশ থেকে এক ভক্ত কমেন্ট করেছেন। একটি ভিডিও শেয়ার করে আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসা ব্যক্ত করেছেন তিনি।
#SeleccionArgentina 🇦🇷💪🏻🫡 pic.twitter.com/eXzWqYBgev
— Nicolas Otamendi (@Notamendi30) December 16, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us