'সিংহ'র মগজ সাফ করতে ব্যস্ত মরক্কোর কোচ

author-image
Harmeet
New Update
'সিংহ'র মগজ সাফ করতে ব্যস্ত মরক্কোর কোচ
নিজস্ব সংবাদদাতাঃ সাড়া জাগিয়েও বিশ্ব খেতাব হাতছাড়া করেছে মরক্কো। আপাতত তাদের সামনে রয়েছে ব্রোঞ্জের পদক জয়ের সুযোগ। ক্রোয়েশিয়াকে হারাতে পারলেই কাতার বিশ্বকাপের তৃতীয় স্থান দখল করতে পারবে 'অ্যাটলাস লায়ন্স'। ধারাবাহিকতায় ছেদ পড়ার পর এখন মরক্কোর কোচের সামনে কঠিন চ্যালেঞ্জ। 

মানসিকভাবে ফুটবলারদের চাঙ্গা রাখতে হচ্ছে ওয়ালিদ রেগ্রাগুইকে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে তিনি বলেছেন, "আমাদের মাথাটা আরও একটু পরিষ্কার করতে হবে। এই প্রথম আমরা বিশ্বকাপে সেমি-ফাইনাল খেলেছি। চরম পর্যায়ে পৌঁছেছিল আবেগ। সেমিফাইনালে আমরা জিততে পারিনি। সেই ম্যাচের রেশ কাটিয়ে আমাদের মাঠে নামতে হবে।"