নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলার পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করে বলেছেন, এমন হামলা চালাতে রাশিয়ার কাছে আরও পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র রয়েছে। শুক্রবার ইউক্রনের বিদ্যুৎ ও গুরুত্বপূর্ণ সেক্টরে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। পূর্বাঞ্চলীয় ইউক্রেনে রাশিয়া মনোনীত কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনীয় গোলাবার্ষণে দুটি স্থানে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, 'ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় আগের দিনের মতো হামলা চালানোর জন্য পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে ইউক্রেন যথেষ্ট শক্তিশালী।'