বিশ্বকাপের আবহে উড়ল মেসি সংক্রান্ত জল্পনা

author-image
Harmeet
New Update
বিশ্বকাপের আবহে উড়ল মেসি সংক্রান্ত জল্পনা

নিজস্ব সংবাদদাতাঃ কেরিয়ারের সায়াহ্নে নিজের ছোটবেলার ক্লাবে ফিরে যেতে পারেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপের পরেই ক্লাব কেরিয়ার সম্পর্কে নিতে পারেন বড় সিদ্ধান্ত। ফ্রান্সের বিরুদ্ধে আর্জেন্টিনার ফাইনাল ম্যাচের আগে মেসি সম্পর্কে শোনা যাচ্ছিল এমনই কানাঘুষো। 

যদিও এই জল্পনা পত্রপাঠ খারিজ করে দিয়েছেন প্যরিস সেন্ট জার্মেইন প্রধান নাসের আল-খেলাইফি। তিনি দাবি করেছেন, মেসি পিএসজিতেই থাকছেন। প্যারিসে সুখে রয়েছেন মহাতরকা।