নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত ভোটের আগে নজরে মতুয়া-ভোট। শনিবার নদিয়ায় মতুয়া গড়ে জনসভা করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই পাল্টা হিসেবে সভা করতে চাইছে বিজেপিও।
সেক্ষেত্রে সভা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সব ঠিকঠাক থাকলে আগামী ২৩ ডিসেম্বর এই সভা করতে পারে বিজেপি। ইতিমধ্যে রানাঘাট সাংগঠনিক জেলাকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য বিজেপির তরফে।