New Update
/anm-bengali/media/post_banners/4yTCy8IdZC7YkXVGhi9S.jpg)
নিজস্ব সংবাদদাতা: পেরুর প্রাক্তন রাষ্ট্রপতি পেদ্রো কাস্তিলোকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পেরু। ইতিমধ্যেই উত্তাল পেরুতে প্রাণ হারিয়েছেন একাধিক ব্যক্তি। এবার এই পরিস্থিতিতে পদত্যাগ করলেন পেরুর সংস্কৃতি মন্ত্রী জাইর পেরেজ।
তিনি বলেন, "আমি আমার অপ্রতিরোধ্য পদত্যাগপত্র জমা দিয়েছি। পেরুতে শান্তি দরকার, আর কোনো সহিংসতা নয়। পেরুর জনগণকে শান্তি ফিরিয়ে দিতে আমি সর্বোচ্চ পর্যায় এবং সমস্ত শক্তিকে প্রতিফলিত করার এবং পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। আর একটিও মৃত্যু নয়"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us