নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর উদ্ধারকর্মীরা ইউক্রেনের ক্রিভি রিহ এলাকার একটি অ্যাপার্টমেন্ট ব্লকের ধ্বংসস্তূপে চাপা পড়া একটি শিশু বালকের সন্ধান চালিয়ে যাচ্ছেন। জানা গিয়েছে, শুক্রবার রাশিয়ান ক্ষেপণাস্ত্রের আঘাতে তিন জন নিহত এবং ১৩ জন আহত হয়েছে। ক্রিভি রিহ শহরের ডেপুটি মেয়র সের্হি মিলিউটিন জানিয়েছেন, নিহতদের মধ্যে ২০ মাস বয়সী এক শিশুর বাবা-মা রয়েছেন। ক্রিভি রিহ শহরের সামরিক প্রশাসনের প্রধান ওলেকসান্দার ভিলকুল বলেন, 'চার শিশুসহ ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সাত বছরের একটি শিশুও রয়েছে।' তিনি আরও বলেন, 'অ্যাপার্টমেন্ট ব্লকে ১০০ জনেরও বেশি লোক বসবাস করত।'