নিজস্ব সংবাদদাতাঃ রবিবার টোকিও অলিম্পিক নামের মহাযজ্ঞে ইতি পড়েছে। এবার সব অ্যাথলিটদের দেশে ফেরার পালা। তার আগেই ভারতের সকল অ্যাথলিটের প্রশংসা করে টুইট করলেন হিটম্যান। রোহিত টুইটারে লিখেছেন, ‘বিভিন্ন ফিল্ড থেকে আসা আমাদের সকল অ্যাথলিটদের অনেক শুভেচ্ছা জানাই। তাঁরা ওই মঞ্চে গিয়ে নিজেদের সেরাটা দিয়েছে। নীরজ চোপড়ার কথা আলাদাভাবে একটু বলব। তুমি গোটা দেশকে গর্বিত করেছ’।