নিজস্ব সংবাদদাতা: প্রায় দেড় হাজার বিদেশি মাছের বাড়ি হয়ে ওঠা বার্লিনের বিখ্যাত মুক্তভাবে দাঁড়িয়ে থাকা ১৪ মিটার লম্বা সিলিন্ডার অ্যাকুরিয়ামটি ফেটে যায় শুক্রবার। ইতিমধ্যেই বার্লিন পুলিশ এই ঘটনাকে 'অবিস্মরণীয় ক্ষতি' বলে উল্লেখ করেছে।
জানা গেছে, এই ক্ষতির পাশাপাশি ছিটকে আসা কাঁচের আঘাতে দুই জন আহত হয়েছে।