চেলসিতে মাদ্রিদের জোড়া ফুটবলার?

author-image
Harmeet
New Update
চেলসিতে মাদ্রিদের জোড়া ফুটবলার?

নিজস্ব সংবাদদাতাঃ অ্যাটলেটিকো মাদ্রিদের দুই ফুটবলার- জোয়াও ফেলিক্স ও ম্যাথিয়াস কুনহাকে সই করানোর সুযোগ রয়েছে চেলসির সামনে। আন্তর্জাতিক ফুটবল মহলে এমনটাই শোনা যাচ্ছে সম্প্রতি। স্ট্রাইকার আর্মান্দো ব্রোজা চোট পাওয়ার পর ব্লুজরা তাদের পরিকল্পনায় কিছু বদল এনেছে। মরসুমের বাকি অংশে আর্মান্দোকে না-ও পাওয়া যেতে পারে বলে আশঙ্কা। চলতি ইংলিশ প্রিমিয়ার লিগেও ধারাবাহিক ফর্মে নেই চেলসি। তাই ট্রান্সফার উইন্ডোতে কিছু বদল করতে পারে ক্লাব।