​নিজস্ব সংবাদদাতাঃ কিশোর কুমারের গান শুনিয়ে ক্রেতাদের আনন্দ দেন কলকাতার এই চা বিক্রেতা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার ভিডিও। কলকাতার এই চা বিক্রেতার নাম, পল্টন নাগ। কিশোর কুমারকে নিজের আইডল মনে করেন পল্টন বাবু। 'আমি ১০ বছর বয়স থেকে কিশোর কুমারের ভক্ত। তখন থেকেই ওনার গান রেওয়াজ করি', জানালেন পল্টন বাবু। এমনকি নিজের দোকানে কিশোর কুমারের ছবিও রেখে দিয়েছেন তিনি।