New Update
/anm-bengali/media/post_banners/ZTmlgZODHnO8C7qKOxBW.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ব্রাজিলের হয়ে কাতারে বিশ্বকাপ জেতা হয়নি রোনাল্ডো। টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর নিজের মনের কথা লুকিয়ে রাখননি। মানসিকভাবে বিপর্যস্ত, এ কথা স্পষ্ট করেছেন নেইমার। এই পরিস্থিতিতে নেইমারের পাশে দাঁড়িয়েছেন রোনাল্ডো নাজারি। এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান কিংবদন্তী বলেছেন, "নেইমার আবার ফিরে আসবে, আগের মতো প্যাশন নিয়ে, আগের মতো শক্তি নিয়ে। তবে তার আগে আমি মানসিক বিষয়টির দিকে খেয়াল রাখতে বলব।"
Que Deus nos abençoe e nos proteja 🙏❤️🇧🇷 pic.twitter.com/0VMA5AJqtb
— Neymar Jr (@neymarjr) December 9, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us