ইরানে বেলজিয়ান ত্রাণকর্মীর কারাদণ্ড

author-image
Harmeet
New Update
ইরানে বেলজিয়ান ত্রাণকর্মীর কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতাঃ বেলজিয়ান ত্রাণকর্মী ওলিভিয়ে ভান্ডেকাস্টিলকে ২৮ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে ইরান। বেলজিয়ামের আইনমন্ত্রী বলেছেন, 'একাধিক বানোয়াট অপরাধের অজুহাতে তাকে এই কারাদণ্ড দিয়েছে ইরান। তাকে মুক্ত করতে সরকার সম্ভাব্য সবকিছু করছে।' বেলজিয়ামের পার্লামেন্টে আইনমন্ত্রী বলেছেন, 'গত বছর ইরানের এক কূটনীতিককে কারাদণ্ড দেওয়ার পাল্টা পদক্ষেপ হিসেবে তেহরান তাদের ত্রাণকর্মীকে কারাগারে পাঠিয়েছে।' তিনি বলেছেন, 'ফেব্রুয়ারিতে ওলিভিয়েকে গ্রেফতার করা হয়েছিল। এরপর থেকেই তাকে অমানবিক পরিস্থিতিতে রাখা হয়েছে।' বেলজিয়াম দাবি করে আসছে, ৪১ বছর বয়সী ত্রাণকর্মীকে আটক রাখার কোনও যৌক্তিকতা নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।