নিজস্ব সংবাদদাতাঃ পাঠান ছবির প্রথম গান মুক্তি পেতে না পেতেই বিতর্ক চরমে ‘পাঠান’ বয়কটের ডাক থেকে শাহরুখ-দীপিকাকে তুলোধনা করতে ছাড়ছেন না নেটিজেনদের একটা বড় অংশ। এই গানের দৃশ্যায়নে দীপিকার গেরুয়া বিকিনিতে নাচ দেখে চটেছে ‘রক্ষণশীলরা’। এই তালিকায় রয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র থেকে হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপাণী মহারাজ।