তেহরানেই ৪০০ বিক্ষোভকারীর কারাদণ্ড

author-image
Harmeet
New Update
তেহরানেই ৪০০ বিক্ষোভকারীর কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতাঃ ইরানের রাজধানী তেহরান ও আশপাশের এলাকায় ৪০০ বিক্ষোভকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে অনেকের ১০ বছরের কারাদণ্ড হয়েছে। দেশটির তেহরান প্রদেশের বিচার বিভাগের প্রধান আলী আলঘাসি-মেহর বলেন, 'বিচারকেরা দাঙ্গা সৃষ্টিকারীদের শাস্তি দিয়েছেন।' ইরানের বিচার বিভাগের প্রধান আলঘাসি-মেহর বলেন, 'বিক্ষোভকারীদের মধ্যে ১৬০ জনকে ৫ থেকে ১০ বছরের কারাদণ্ড, ৮০ জনকে ২ থেকে ৫ বছরের কারাদণ্ড ও ১৬০ জনকে ২ বছর করে কারাদাণ্ড দেওয়া হয়েছে।' ইরানের মোট ৩১টি প্রদেশের একটি হচ্ছে তেহরান। একটি প্রদেশে ৪০০ জনকে কারাদণ্ড দেওয়া হলে দেশটিতে মোট কারাদণ্ডপ্রাপ্ত বিক্ষোভকারীর সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।