আফগানিস্তানের এই শহর দখল নিল তালিবানরা

author-image
Harmeet
New Update
আফগানিস্তানের এই শহর দখল নিল তালিবানরা

নিজস্ব সংবাদদাতাঃ

ফের আফগানিস্তানের এক শহর দখল নিল তালিবানরা। জানা গিয়েছে, আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ কুন্দুজের রাজধানী কুন্দুজও দখল করে নিয়েছে তালিবানরা। রবিবার এ তথ্য জানানো হয়। কুন্দুজ দখলের মধ্য দিয়ে তিনদিনের মধ্যে আফগানিস্তানের তিনটি প্রাদেশিক রাজধানী নিজেদের দখলে নিল তালেবান। রবিবার এক বিবৃতিতে তালেবান জানায়, তারা কুন্দুজ শহরের পুলিশ সদর দপ্তর, গভর্নর ভবন ও কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছে।