পারমাণবিক অস্ত্র ছাড়া ইউক্রেনে ন্যাটোকে পরাজিত করা অসম্ভব: রুশ কমান্ডার

author-image
Harmeet
New Update
পারমাণবিক অস্ত্র ছাড়া ইউক্রেনে ন্যাটোকে পরাজিত করা অসম্ভব: রুশ কমান্ডার

নিজস্ব সংবাদদাতাঃ পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে ইউক্রেনে ন্যাটো জোটকে পরাজিত করতে পারবে না রাশিয়া। এমন মন্তব্য করেছেন রুশ কমান্ডার আলেকজান্ডার খদাকভস্কি। ডনেস্ক অঞ্চলে রুশ মিলিশিয়াদের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন আলেকজান্ডার খদাকভস্কি। তার দাবি, রাশিয়া এখন পুরো পশ্চিমা দুনিয়ার সঙ্গে লড়াই করছে। তাই ইউক্রেন যুদ্ধে উত্তেজনার পারদ বাড়লে পরবর্তী পদক্ষেপ হিসেবে একটা পথই খোলা থাকবে, আর সেটি হলো পারমাণবিক সংঘাত। তিনি বলেন, 'আমাদের কাছে প্রচলিত উপায়ে ন্যাটো জোটকে পরাস্ত করার মতো রিসোর্স নেই। তবে আমাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে।' আলেকজান্ডার খদাকভস্কি এমন মন্তব্যের বিষয়ে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের প্রকাশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।