রেশন আনতে গিয়ে ডিলারের হাতে আক্রান্ত প্রৌঢ়

author-image
Harmeet
New Update
রেশন আনতে গিয়ে ডিলারের হাতে আক্রান্ত প্রৌঢ়

নিজস্ব সংবাদদাতা : রেশন আনতে গিয়ে জুটল প্রহার। রেশন ডিলারের হাতে আক্রান্ত বছর ৭১-এর প্রৌঢ়। ঘটনাস্থল নদিয়ার ধানতলা থানার আড়ংঘাটা খোসালপুর ঘোষপাড়া গ্রামের। অভিযোগ,দুয়ারের রেশন প্রকল্পের রেশন আনতে রঞ্জিত ঘোষ নামে ওই প্রৌঢ় স্থানীয় হরনাথপুর খোসালপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে যান। সেই সময় রেশন ডিলার রাজেশ বিশ্বাসকে ৭টি রেশন কার্ড দিলে, তাকে ২০ কেজি চাল নেওয়ার কথা বলেন রেশন ডিলার। যেখানে তার প্রাপ্য ৩৫ কেজি চাল। তাই ওই বৃদ্ধ গ্রাহক প্রাপ্য ৩৫ কেজি চাল ডিলারের কাছে দাবি করেন। এছাড়াও রেশনের চাল কেজি প্রতি ১৭ টাকা দরে বিক্রির প্রস্তাব দেন রেশন ডিলার। 

প্রস্তাবে রাজি না হওয়ায় প্রকাশ্যে সে প্রৌঢ়কে মারধর করে বলে অভিযোগ।এই ঘটনায় ধানতলা থানায় রেশন ডিলার রাজেশ বিশ্বাসের বিরুদ্ধে মারধর করার অভিযোগ দায়ের করেন বৃদ্ধ রঞ্জিত ঘোষ। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রেশন ডিলার।