New Update
/anm-bengali/media/post_banners/iooPNbyjVMMNkXbC5jxi.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিহারে বিষ মদকাণ্ডে হু হু করে বাড়ছে মৃত্যু সংখ্যা। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সাফাই দিলেও তাঁকে কটাক্ষ করতে পিছু পা হল না কেন্দ্র। বৃহস্পতিবার বিজেপি সাংসদ সুশীল কুমার মোদী বলেন, 'বিগত ৬ বছরে বিহারে ১,০০০-এরও বেশি লোক বিষ মদের কারণে মারা গেছে এবং ৬ লক্ষ লোক জেলে গেছে। বিহার কি পুলিশের রাজের অধীনে? বিধানসভায় নীতীশ কুমার যেভাবে আচরণ করেছেন তা মোটেই সুখকর নয়, তাঁর ক্ষমা চাওয়া উচিৎ।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us