নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তিন ধাপের শান্তি প্রস্তাব দিয়েছেন বলে যে খবর বেরিয়েছে সেটি নাকচ করে দিয়েছে রাশিয়া। শান্তি প্রস্তাবের আগে কিয়েভকে নতুন ‘বাস্তবতা’ মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে মস্কো।বিষয়টি নিয়ে কথা বলেছেন রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন, 'ইউক্রেনের কাছ থেকে রাশিয়া যেসব অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে সেগুলো সহ বিদ্যমান বাস্তবতা বিবেচনা করা নাহলে অগ্রগতি অর্জন সম্ভব নয়।' বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি সেভেনের কাছে আরও সামরিক সরঞ্জাম, আর্থিক এবং অন্যান্য সহায়তা দিতে ইউক্রেনের আহ্বানেরও সমালোচনা করেন দিমিত্রি পেসকভ।