নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করে তাহলে রাশিয়ার জন্য তা হবে বৈধ লক্ষ্যবস্তু। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের পক্ষ থেকে এই মন্তব্য করা হয়েছে। এর ফলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ইউক্রেন অত্যাধুনিক অস্ত্র পেলেও রাশিয়া হামলা চালিয়ে যাওয়া থেকে পিছু হটবে না। জানা গিয়েছে, ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। বৃহস্পতিবার অর্থাৎ আজ এই সামরিক সহযোগিতা প্রদানের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। সূত্রে খবর, ইউক্রেনে একটি প্যাট্রিয়ট ব্যাটারি পাঠানোর পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। একটি ট্রাকে বসানো প্যাট্রিয়ট ব্যাটারিতে আটটি লঞ্চার থাকে, প্রতিটি লঞ্চারে চারটি ক্ষেপণাস্ত্র রাখা যায়। মার্কিন সেনাবাহিনীর মতে, পুরো ব্যবস্থার রাডার, কন্ট্রোল স্টেশন, কম্পিউটার ও জেনারেটর মিলিয়ে এটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ৯০ জন সেনা প্রয়োজন হয়।