ইরানকে নারী অধিকার সংস্থা থেকে অপসারণ জাতিসংঘের, কি জানিয়েছে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা?

author-image
Harmeet
New Update
ইরানকে নারী অধিকার সংস্থা থেকে অপসারণ জাতিসংঘের, কি জানিয়েছে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা?



নিজস্ব সংবাদদাতা: ইরানকে নারী অধিকার সংস্থা থেকে অপসারণ করা হয়েছে জাতিসংঘের তরফে। এইবার এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার উপদেষ্টা জ্যাক সুলিভান। 

Second Iranian detainee executed over alleged protest crime

তিনি বলেন, "আজ একটি ঐতিহাসিক ভোটে জাতিসংঘ নারী ও মেয়েদের প্রতি ইরানি শাসকদের পদ্ধতিগত নিপীড়নের প্রতিক্রিয়ায় নারীর মর্যাদা সংক্রান্ত কমিশন থেকে ইরানকে অপসারণের কাজ করেছে। এই ভোট ইরানের ওপর ক্রমবর্ধমান আন্তর্জাতিক ঐকমত্য এবং জবাবদিহিতার দাবির আরেকটি লক্ষণ"।