নিজস্ব সংবাদদাতা:বুধবার পশ্চিম বর্ধমানের আসানসোলের রামকৃষ্ণডাঙায় এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু। তাঁর অনুষ্ঠানে দুঃস্থদের কম্বলদান করা হয়। শুভেন্দু ওই অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পর কম্বল নেওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তাতে পদপিষ্ট হয়ে ৩ জন মারা যান বলে খবর। আহত হন বেশ কয়েক জন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে বলে সূত্রের খবর।