New Update
/anm-bengali/media/post_banners/PyKG0b2oh5at330amghR.jpg)
হরি ঘোষ, রাণীগঞ্জঃ উত্তপ্ত রাণীগঞ্জ। রাণীগঞ্জ বল্লভপুর গ্রাম পঞ্চায়েতে রবিবার আসানসোল দক্ষিণের বিধায়ক ষষ্ঠীতলা অঞ্চলে এক প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান ও অসহায় দুঃস্থদের ত্রিপল বিলি করেন। কিন্তু সেই সময় বেশ কিছু সদস্য তাদের কেন ত্রিপল বিলি করা হচ্ছে না এই দাবি তুলে সরব হয়। বিষয়টি অগ্নিমিত্রা পল শোনার পরে ঐ সকল ব্যক্তিদের তালিকা দেওয়ার জন্য জানালে পরিস্থিতি স্বাভাবিক হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us