/anm-bengali/media/post_banners/VlXNPvIuuF0RLWBMNhch.jpg)
রাহুল পাসোয়ান, আসানসোল: সাঁকতড়িয়াতে ইসিএল-এর জমিতে এক গুমটি উচ্ছেদকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর বচসা। এর ফায়দা নিলেন বিজেপি নেতা অভিজিৎ আচার্য। এলাকায় উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ।
কুলটি বিধানসভা অন্তর্গত ডিসেরগড়ের সাঁকতড়িয়া হুসেনিয়া মোড় সংলগ্ন কুলটি ব্লক তৃণমূল কার্যালয়ের নিকট রাস্তার পাসে ইসিএল-এর ফাঁকা জায়গাতে দিনের পর দিন অবৈধ ভাবে দখল করে দোকান বসানো হচ্ছে। রবিবারেও একটি দোকান বসানোকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়। কুলটি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিমান আচার্যির ছেলে চন্দন আচার্যির সঙ্গে কুলটি ব্লক তৃণমূলে হকার ইউনিওনের সভাপতি তথা তৃণমূলের যুব নেতা মোবিন আনসারির বচসা হয়। এই খবর শুনে পৌঁছে যায় এলাকার প্রাক্তন পার্ষদ তথা এলাকার বিজেপি নেতা অভিজিৎ আচার্য্য। অভিজিৎ আচার্য্য পরিস্তিতি বুঝে তৃণমূলের ব্লক সভাপতি বিমান আচার্য্য এর ছেলে চন্দন আচার্য্যর পক্ষে দাঁড়ায়। এক গোষ্ঠীর অভিযোগ, এই ঘটনার সামনে উঠে এলো তৃণমূল-বিজেপি আঁতাত। আরও অভিযোগ যে ব্লক সভাপতি বিজেপির হয়ে কাজ করছে। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। এখন দেখার তৃণমূলের নেতৃত্ব কি সিদ্ধান্ত নেয় এবং এই ঝামেলা কিভাবে শেষ হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us