তীব্র গরমের পর নামল মুষলধারে বৃষ্টি

author-image
Harmeet
New Update
তীব্র গরমের পর নামল মুষলধারে বৃষ্টি

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ তীব্র গরমের পর আলিপুরদুয়ারে মুষলধারে বৃষ্টি। স্বস্তির নিঃশ্বাস ফেল শহর। প্রতিবছর বর্ষার মরশুমে বৃষ্টি হলেও এবছর বৃষ্টি তেমন ভাবে হয়নি আলিপুরদুয়ারে। স্বাভাবিক ভাবেই কৃষি জমিতে এর প্রভাব পরেছে। আজ সকাল থেকে বৃষ্টি নেমেছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। মৌসুমী  অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি হচ্ছে বাংলায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই পাঁচ জেলায় সোমবার এবং মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।