নিজস্ব সংবাদদাতাঃ লিওনেল মেসিকে কীভাবে আটকানো যায়, তার ছক আগে থেকেই কষে রেখেছিলেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ। কিন্তু ফুটবলের ক্ষুদে জাদুকর মেসিকে আটকায় কে! আলবেসিলেস্তদের হয়ে পেনাল্টি থেকে গোল করেছেন মেসি। এটি চলতি বিশ্বকাপে তার পঞ্চম গোল। এর মধ্যে দিয়ে সাবেক তারকা খেলোয়াড় গ্যাব্রিয়েল বাতিস্তুতার গত ২০ বছরের রেকর্ড ভেঙে আর্জেন্টিনার হয়ে এককভাবে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিক হলেন এই জাদুকর। বিশ্বকাপে এখনও পর্যন্ত আর্জেন্টিনার জার্সি গায়ে ১১টি গোল করেছেন তিনি।