নিজস্ব সংবাদদাতাঃ ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেই দুটি রেকর্ড করেছেন লিওনেল মেসি। এটা মেসির বিশ্বেকাপে ২৫তম ম্যাচ। আর্জেন্টিনার ফুটবলারদের মধ্যে যা সর্বাধিক। বিশ্বকাপে এখনও পর্যন্ত সব থেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে জার্মানির লোথার ম্যাথাউসের। ২৫টি ম্যাচ খেলেছেন তিনি। এই ম্যাচে মাঠে নেমে ম্যাথাউসের সঙ্গে যুগ্মভাবে সব থেকে বেশি ম্যাচ খেলার নজির গড়লেন মেসি। সেমিফাইনালে আর্জেন্টিনা জিতুক বা হারুক, আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন মেসি। সেক্ষেত্রে এই বিশ্বকাপেই একক ভাবে সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার হবেন তিনি।
এছাড়া এটি অধিনায়ক হিসাবে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড। বিশ্বকাপে অধিনায়ক হিসাবে ১৯টি ম্যাচ খেলেছেন মেসি। মেক্সিকোর রাফা মার্কেজও অধিনায়ক হিসাবে ১৮টি ম্যাচ খেলেছেন। সেমিফাইনালে খেলতে নেমে মার্কেজকে টপকে গেলেন মেসি। বিশ্বকাপে অধিনায়ক হিসাবে সব থেকে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় তিনি।