৬০ মিনিট: আর্জেন্টিনা-২, ক্রোয়েশিয়া-০

author-image
Harmeet
New Update
৬০ মিনিট: আর্জেন্টিনা-২, ক্রোয়েশিয়া-০

নিজস্ব সংবাদদাতাঃ খেলা ৬০ মিনিট গড়িয়েছে, এখনও ২-০ এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। তবে ম্যাচে সমতায় ফিরতে মরিয়া ক্রোয়েশিয়া। এখনও তিনটে পরিবর্তন করে ফেলেছে তারা। ব্রুনো পেটোভিচ মাঠে এসেছেন। এছাড়া ওরিসিচ ও ভ্লাসিচ মাঠে এসেছেন। এর মধ্যে অবশ্য সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি। তবে ক্রোয়েশিয়ার গোলরক্ষকের জন্য বিপদ মুক্ত হয় ক্রোয়েশিয়া।