নিজস্ব সংবাদদাতাঃ ২০২৩ সালে ইউরোপে গ্যাস ঘাটতির বিষয়ে সতর্ক করেছে ইউরোপীয় কমিশন। সংস্থাটি বলছে, ইউরোপীয় ইউনিয়নে এই শীতের জন্য পর্যাপ্ত গ্যাস রয়েছে। তবে রাশিয়া যদি সরবরাহ আরও কমিয়ে দেয় তবে আগামী বছর এর ঘাটতি দেখা যেতে পারে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির তথ্য উদ্ধৃত করে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন। তিনি বলেন, 'আমরা যে পদক্ষেপ নিয়েছি তা সত্ত্বেও আমাদের আগামী বছর চাহিদার চেয়ে ৩০ বিলিয়ন ঘনমিটার (বিসিএম) গ্যাসের ব্যবধানের মুখে পড়ার আশঙ্কা রয়েছে।'