নিজস্ব সংবাদদাতা: মূলত, হাজরা মোড়ে সভায় গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, 'মর্নিং ওয়াকে গিয়ে যা খুশি বলিনা। যা বলি ভেবেচিন্তেই বলি। করে দেখাই'। আর এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষের জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'আমাকে দেখে অনেকে মর্নিং ওয়াক করছেন, সকালে উঠতে দম চাই', শুভেন্দুর কটাক্ষের জবাবে পাল্টা দিলীপ ।