প্যারিসে আন্তর্জাতিক সাহায্য সম্মেলন, কি জানালেন ম্যাক্রোঁ?

author-image
Harmeet
New Update
প্যারিসে আন্তর্জাতিক সাহায্য সম্মেলন, কি জানালেন ম্যাক্রোঁ?


নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার প্যারিসে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সাহায্য সম্মেলন। এইবার এই বিষয়ে বক্তব্য রেখেছেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ।

Ukraine needs almost billion dollars in energy sector help, Zelensky tells Paris  aid conference | South China Morning Post

 তিনি জানিয়েছে, ইউক্রেনের জনগণকে শীতের মধ্য টিকে থাকতে সহায়তা করার জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়। উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের প্রথম থেকেই ইউক্রেনের সহায়তার এগিয়ে এসেছে ফ্রান্স।