নিজস্ব সংবাদদাতাঃ তাঁর গ্রাম থেকে তিনজন অলিম্পিয়ান উঠে এসেছে, তাই এবার যাতে তাঁর গ্রামের পরিকাঠামোগত উন্নতি হয় তার আর্জি জানালেন কুস্তিগির রবি দাহিয়া। টোকিও অলিম্পিকে রৌপ্য পদক জয়ী রবি বলেন, ‘আমার গ্রাম দেশকে তিনজন অলিম্পিয়ান দিয়েছে। তাই সেই গ্রামের নূন্যতম পরিষেবা পাওয়াটা প্রাপ্য। আমি বলতে পারব না ঠিক কোন পরিষেবাটা আগে দরকার, কিন্তু আমার গ্রামের সব পরিষেবারই প্রয়োজন রয়েছে। ভালো স্কুল থেকে স্পোর্টসের ভালো পরিকাঠামো- সবকিছুই জরুরী’।