পাচারের আগেই সীমান্তে বহু ফেনসিডিল আটক করল বিএসএফ

author-image
Harmeet
New Update
পাচারের আগেই সীমান্তে বহু ফেনসিডিল আটক করল বিএসএফ

নিজস্ব সংবাদদাতা: ১৩ই ডিসেম্বর দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন ১১২ ব্যাটালিয়নের সীমান্ত চৌকি তারালির সতর্ক জওয়ানরা সীমান্তে ২৩০ বোতল ফেনসিডিল বাজেয়াপ্ত করেছে। সীমান্তে মোতায়েন জওয়ানরা তারবন্দির কাছে চোরাকারবারিদের আসার আভাস পেয়ে তাদের চ্যালেঞ্জ করলে, চোরাকারবারীরা সেখান থেকে ভারতের দিকে পালিয়ে যায়। সীমা চৌকি পিপলির ১৫৮ ব্যাটালিয়ন, বর্ডার ফাঁড়ি সিরসি, ৪৪তম কোর, সীমা চৌকি কানাপাড়া, ৩৫ ব্যাটালিয়ন এবং সীমা চৌকি মহাখোলা, ৮২ ব্যাটালিয়ন তাদের দায়িত্বের এলাকা থেকে মোট ৪৫৭ টি ফেনসিডিল বোতল বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্ত করা সমস্ত ফেনসিডিলের বোতলের আনুমানিক মূল্য ১,৪১,০৪৭/- টাকা।

 


পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যথাক্রমে কাস্টম অফিস তেঁতুলিয়া, পুলিশ থানা গাইঘাটা, ইংরেজবাজার, লালগোলা ও ছাপড়ায় হস্তান্তর করা হয়েছে। দক্ষিণবঙ্গ সীমান্তের মুখপাত্র বলেছেন যে ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ চোরাচালান রোধে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। তিনি আরও বলেন যে চোরাকারবারীরা বিভিন্ন উপায়ে পাচার করার চেষ্টা করে, কিন্তু আমাদের জওয়ানরা ঘটনাস্থলে তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দেয়।