নিজস্ব সংবাদদাতাঃ শনিবার টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতীয় কুস্তিগির বজরং পুনিয়া। কিন্তু তার আগে সেমিফাইনালে আজারবাইজানের হাজি আলিয়েভের কাছে পরাজিত হন বজরং। এবার সেমিফাইনালের পর তাঁর অবস্থা কেমন ছিল তা জানালেন বজরং নিজে। এক নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় বজরং বলেন, ‘আমি কথা বলার মুডে ছিলাম না। একটা গেম হারার পর একজন অ্যাথলিটের চেয়ে বেশি দুঃখী আর কেউ হয় না। আমি রাতে বড়জোর ২-৩ ঘণ্টা ঘুমিয়েছিলাম। কিন্তু তারপর ঠিক করি এবার আমায় ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। কারণ সেমিফাইনাল ম্যাচ নিয়ে ভেবে কোনও লাভ নেই’।