New Update
/anm-bengali/media/post_banners/Z6nmkL0PEEFFHARHNkxB.jpg)
নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার সকালে রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা। সকাল ৮টা ২০ নাগাদ বসিরহাট থেকে একটি বেসরকারি স্কুল বাস ছাত্র-ছাত্রীদের নিয়ে বারাসতে যাচ্ছিল। আর সেইসময় স্কুলবাসটির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনার জেরে জখম হয় চালক এবং পড়ুয়া সহ ১৫জন।
​
প্রাথমিক অনুমান, স্কুল বাস বেশি গতিতে যাচ্ছিল, আর সেইসময় বারাসতের দিক থেকে আসা লরিটি সজোরেই ধাক্কা মারে বাসটিকে। আর তার জেরেই ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us