ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল, ধিক্কার মিছিল শাসক দলের

author-image
Harmeet
New Update
ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল, ধিক্কার মিছিল শাসক দলের

রাহুল পাসোয়ান, আসানসোলঃ আসানসোল দক্ষিণ ব্লক যুব তৃণমূলের পক্ষ থেকে রবিবার ডামরা হাটতলা মোড়ে ত্রিপুরায় দেবাংশু সুদীপ ও জয়া দত্তের ওপরে হামলার প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল বের করা হয়৷ যার নেতৃত্ব দেন যুব তৃণমূল নেতা অমিত সেন ৷ প্রতিবাদ মিছিল থেকে অমিত সেন বলেন, 'ত্রিপুরাতে বিজেপির গুণ্ডারা তৃণমূলের কর্মীদের ওপর হামলা চালাচ্ছে ৷ অথচ পুলিশ নিষ্ক্রীয় ভূমিকা পালন করছে ৷ ত্রিপুরাতে গণতন্ত্র নেই ৷ ভয় দেখিয়ে তৃণমূলকে আটকে রাখা যায় না ৷ তাই আমরা ধিক্কার জানালাম।'