রুশ হামলা প্রতিহতের দাবি ইউক্রেনের

author-image
Harmeet
New Update
রুশ হামলা প্রতিহতের দাবি ইউক্রেনের

নিজস্ব সংবাদদাতাঃ ডনেস্ক ও লুহানস্কে রুশ হামলা প্রতিহতের দাবি করেছে ইউক্রেন। সোমবার নিয়মিত আপডেটে ইউক্রেনীয় বাহিনীর জেনারেল স্টাফ এ তথ্য জানিয়েছেন। ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছেন, তার বাহিনী ডনেস্ক অঞ্চলের চারটি বসতি এবং লুহানস্কের আটটি বসতিতে রাশিয়ার হামলা প্রতিহত করেছে। তিনি বলেন, 'বাখমুত অঞ্চলে রুশ বাহিনীর লড়াই অব্যাহত রয়েছে। এছাড়া ডনেস্ক অঞ্চলের কোস্ত্যন্তিনিভকায় বেসামরিক অবকাঠামোতে দুইটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী।' এছাড়া খেরসন অঞ্চলের বেসামরিক অবকাঠামো এবং সেখানে অবস্থিত ইউক্রেনীয় সেনাদের লক্ষ্যবস্তুতে পরিণত করে রকেট সালভো সিস্টেম থেকে ৬০টিরও বেশি হামলা চালিয়েছে মস্কো।