জি সেভেনের ভার্চুয়াল বৈঠকে যোগ দিচ্ছেন জেলেনস্কি

author-image
Harmeet
New Update
জি সেভেনের ভার্চুয়াল বৈঠকে যোগ দিচ্ছেন জেলেনস্কি

নিজস্ব সংবাদদাতাঃ বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি সেভেনের ভার্চুয়াল বৈঠকে যোগ দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ জোটভুক্ত অন্য দেশগুলোর নেতারা অংশ নেবেন। সোমবারের এই ভার্চুয়াল সম্মেলনে বিশেষ করে জ্বালানি ইস্যুটি প্রাধান্য পাবে বলে জানা গেছে। কেননা, এটি একইসঙ্গে সরাসরি ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কিত। জানা গিয়েছে, নেতারা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার নৃশংস যুদ্ধ নিয়ে আলোচনা করবেন। কিয়েভকে সমর্থনের জন্য যতদিন সময় লাগবে ততদনি পর্যন্ত আমাদের প্রচেষ্টার সমন্বয় করবেন। তারা জলবায়ু সংকট মোকাবিলা, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, বৈশ্বিক অবকাঠামো এবং বিনিয়োগের জন্য জি-৭-এর অংশীদারিত্বের মতো নানা বিষয় নিয়ে আলোচনা করবেন।