বিশ্বকাপ ফাইনালের দায়িত্বে ইংল্যান্ড ম্যাচের 'ভিলেন'!

author-image
Harmeet
New Update
বিশ্বকাপ ফাইনালের দায়িত্বে ইংল্যান্ড ম্যাচের 'ভিলেন'!

নিজস্ব সংবাদদাতাঃ কাতার বিশ্বকাপে অন্যতম চর্চার বিষয় রেফারিং। রেফারিদের একাধিক সিদ্ধান্ত নিয়ে হয়েছে বিতর্ক। ফ্রান্সের বিরুদ্ধে ইংল্যান্ডের পরাজয়ের কারণ হিসেবে অনেকেই রেফারি উইলটন সাম্পাইওকে কাঠগড়ায় তুলেছেন। এখনও পর্যন্ত যা খবর তাতে বিশ্বকাপ ফাইনালের দায়িত্ব তাঁকে দেওয়া হতে পারে। 

সাম্পাইও কোয়ার্টার-ফাইনালের ম্যাচের সময় বেশ কয়েকটি সিদ্ধান্তের জন্য সমালোচনার মুখে পড়েছেন। ফ্রান্সের বিরুদ্ধে পরাস্ত হয় ইংল্যান্ড। ফুটবল বিশেষজ্ঞদের একাংশ মনে করেন যে, ইংল্যান্ডের বিরুদ্ধে একাধিক সিদ্ধান্ত নিয়েছিলেন রেফারি উইলটন সাম্পাইও।